হিলিতে কলেজছাত্রীকে উত্ত্যক্ত, ৬ মাসের কারাদণ্ড
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক ও হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহারুল ইসলাম আজ বৃহস্পতিবার এই রায় দেন। পরে ওই যুবককে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার উত্তর বাসুদেবপুর গ্রামের এক কলেজছাত্রী মধ্য বাসুদেবপুর গ্রামের কয়েকজন ছাত্রকে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি বাংলাহিলি কেন্দ্রীয় জামে সমজিদের গেটের কাছে পৌঁছালে আকবর আলী নামে এক বখাটে যুবক ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। একপর্যায়ে তাঁর শরীরে হাত দেন এবং ধস্তাধস্তি করতে থাকেন। খবর পেয়ে ই্উএনও ঘটনাস্থলে যান। এ সময় তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আকবর আলীকে ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, উত্ত্যক্তকারী আকবর আলীর বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া এলাকায়। দুপুর ২টার দিকে আসামিকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।