রানওয়ে থেকে ছিটকে গেল ইউএস-বাংলার উড়োজাহাজ
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ অবতরণ করার সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে বন্ধ রয়েছে সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে বেসামিরক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা এ কে এম রেজাউল করিম এনটিভি অনলাইনকে বলেন, সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার একটি উড়োজাহাজ সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার পর টারমাকের দিকে যাওয়ার সময় এর পেছনের ডান পাশের চাকা স্থানচ্যুত হয়ে যায়। এর পর দ্রুত ওই উড়োজাহাজের যাত্রীদের উদ্ধার করা হয়েছে।
রেজাউল করিম জানান, সর্বশেষ বেলা ১১টা পর্যন্ত উড়োজাহাজটি রানওয়েতেই আটকে ছিল। দ্রুত সরিয়ে নেওয়ার কথা জানান তিনি।
এদিকে, এ বিষয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ওই উড়োজাহাজে কতজন যাত্রী ছিলেন—জানতে চাইলে ইউএস-বাংলার গণমাধ্যম শাখার কর্মকর্তা শেখ সাদী শিশির এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা এখনো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি। কী অবস্থা জেনে দ্রুত আপনাদের জানানো হবে।’
সৈয়দপুর বিমানবন্দর সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার ও মেরামতকাজ চলছে।