যৌতুক না পেয়ে স্ত্রীকে ভারতে বিক্রি!
দুই লাখ টাকা যৌতুক না পেয়ে এক স্বামী তাঁর স্ত্রীকে ভারতে পাচার করে দিয়েছেন। এই অভিযোগে ওই স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরার মাছখোলা গ্রামের বাসিন্দা পাচারের শিকার ওই নারীর ভাই জানান, মাস দেড়েক আগে তাঁর বোনের সঙ্গে তালা উপজেলার পাটকেলঘাটার পাঁচপাড়া গ্রামের আল আমিনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে আল আমিন, তাঁর পরিবার ও বোনজামাই দুধলি গ্রামের মজিদ গাজী তাঁদের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। কিন্তু এত টাকা তাঁদের পক্ষে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন তিনি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ লেগেই ছিল। গত সোমবার বোনকে তাঁদের বাড়িতে রেখে যান আল আমিন।
ওই নারীর ভাই জানান, এর একদিন পর মঙ্গলবার দুপুরে আল আমিন সাতক্ষীরায় এসে তাঁর বোনকে শহরের নারকেলতলায় টেলিফোন করে ডেকে নেন। এরপর আল আমিন ও তাঁর দুই বন্ধু তাঁর বোনকে নিয়ে চলে যান সাতক্ষীরা সীমান্তের বাগাডাঙ্গা গ্রামে। ওই দিন সন্ধ্যায় তাঁর বোনকে ভারতে পাচার করেন বাগাডাঙ্গা গ্রামের লিটন ও তাঁর আরেক বন্ধু। লিটন সেই থেকে ভারতে রয়েছেন।
এদিকে পাচারের খবর পেয়ে ওই নারীর আত্মীয়স্বজন আল আমিনকে ধরে নিয়ে পুলিশে সোপর্দ করেছেন। আল আমিন পুলিশের কাছে স্বীকার করেন যে তাঁর স্ত্রীকে লিটন ও তাঁর বন্ধু ভারতে নিয়ে গেছেন।
লিটন সাতক্ষীরা সীমান্তের একজন মানবপাচারকারী ও চোরাকারবারি বলে পরিচিত। তিনি প্রায়ই মানবপাচার করে থাকেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
সাতক্ষীরার পুরান সাতক্ষীরা পুলিশক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, আল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি তাঁর স্ত্রীকে পাচারের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। দুই লাখ টাকা যৌতুক না পেয়ে তিনি তাঁর স্ত্রীকে দুই বন্ধুর হাতে তুলে দেওয়ার কথা স্বীকার করেছেন।