রংপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
রংপুরের কাউনিয়া উপজেলায় বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামনুর রশিদ।
নিহতরা হলেন কাউনিয়া উপজেলার হারাগাছ গ্রামের আবদুস সাত্তার সাক্কু, আবুল কালাম ও সোলেমান মিয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি নাইট কোচ কাউনিয়া রেলগেট পার হওয়ার সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
এ সময় মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে আবদুস সাত্তার সাক্কু ও আবুল কালাম মারা যান। কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সোলেমান মিয়া মারা যান।
মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।