যাওয়াটা স্বস্তিতে হয়েছে, ফিরবেও ভালোভাবে : কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আজ মানুষ খুশি। স্বস্তিতে নির্দিষ্ট সময়ের আগেই অনেকে বাড়ি ফিরে গেছে। উল্লেখযোগ্য কোনো যানজট, প্রলম্বিত কোনো যানজট কোথাও হয়নি।’
আজ শুক্রবার ফেনীর ফতেপুরে রেলওয়ে ওভারপাস নির্মাণকাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘এবারের ঈদযাত্রা নিয়ে যে আশঙ্কা একেবারেই অমূলক বলে প্রমাণিত হয়েছে। আল্লাহর রহমতে আমরা সফল হয়েছি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে মনিটরিং করেছেন, খোঁজ-খবর নিয়েছেন। তৃণমূলে আমরা সমন্বিত কয়েকটি বৈঠক করেছিলাম, বৈঠকগুলোর সুফল আমরা পেয়েছি।’ তিনি আরো বলেন, ‘এজন্য আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’
সেতুমন্ত্রী আরো বলেন, ‘ঝড় বৃষ্টির মতো এত দুর্যোগের মধ্যে যখন যাওয়াটা স্বস্তিতে হয়েছে, ফিরবেও খুব ভালো ভাবে। কষ্ট হচ্ছে সিলেটসহ পার্বত্য চট্টগ্রামে বহু মানুষ পানিবন্দি। পাহাড়ে যেসব সড়ক করা হয়েছিল তা নষ্ট হয়ে গেছে। সেখানে যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। ফেনীতেও বহুমানুষ বন্যাকবলিত।’
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সেনাবাহিনী মোতায়েনের বিরুদ্ধে আমরা নই। সেনাবাহিনী মোতায়েন হবে সংবিধান অনুযায়ী। যদি প্রয়োজন হয়। প্রয়োজন না হলে সেনাবাহিনী কেন মোতায়েন হবে? কেন সেনাবাহিনীকে আমরা বিতর্কিত করব। সেনাবাহিনী মোতায়েন প্রয়োজন হলে নির্বাচন কমিশন সরকারকে বলবে। সেনা মোতায়েন কিন্তু নির্বাচন কমিশনের এখতিয়ারে নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘সেনাবাহিনী একটা স্বতন্ত্র আলাদা বিষয়।’ তিনি আরো বলেন, ‘সেনা মোতায়েনের বিষয়টি পরিস্থিতি বলে দেবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন যদি অনুরোধ করে তার যৌক্তিকতা বাস্তবতা সেটা বুঝেই ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৩৪ ইসিবির পরিচালক কর্নেল জাকারিয়া হোসাইন, জেলা প্রসাশক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।