হিলিতে ট্রেনের ধাক্কায় বিজিবি সদস্য আহত
দিনাজপুরের হিলি সীমান্তে দায়িত্ব পালনকালে আন্তনগর একটি ট্রেনের ধাক্কায় মারাত্মক আহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য। আহত বিজিবি সদস্য মাকছুদ আলী হিলি সিপি ক্যাম্পে কর্মরত।
গত শুক্রবার দিবাগত রাতে চোরাচালানিদের ধাওয়া করার সময় সীমান্তের ফকিরপাড়ায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।
বিজিবি সূত্র জানায়, মাকছুদ আলী হিলি সিপি ক্যাম্পের অধীনের সীমান্ত এলাকা ফকিরপাড়ার রেললাইনসংলগ্ন বিজিবির ১০ ও ১১ নম্বর পোস্টে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে দায়িত্ব পালন করছিলেন। এ সময় চোরাচালানিরা দিনাজপুরগামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেন আসতে দেখে ভারতীয় অবৈধ মালামাল ওঠানোর প্রস্তুতি নিলে দায়িত্বরত বিজিবি সদস্য তাদের ধাওয়া করতে থাকেন। এ সময় ট্রেনও তাঁর কাছাকাছি চলে আসে। তখন তিনি শারীরিক ভারসাম্য রক্ষা করতে না পারায় ট্রেনের সঙ্গে জোরে ধাক্কা খেয়ে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পর পাশের পোস্টে দায়িত্ব পালন করা সহকর্মী তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে আহত মাকছুদকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে দ্রুত ক্যাম্পে বার্তা পাঠান। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাঁকে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল জব্বার বলেন, ‘চিকিৎসকরা মারাত্মক জখম মাকছুদকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এ সময় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি।’
এদিকে বিজিবির আরেকটি সূত্র জানায়, এখনো মাকছুদের জ্ঞান ফিরেনি। তাঁর মাথার বাঁ পাশের পুরো অংশ থেঁতলে গেছে। তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হতে পারে।