হিলি থেকে ভারতীয় ওষুধ ও ইনজেকশন জব্দ
হিলি সীমান্ত থেকে বিপুল ভারতীয় ওষুধ ও ইনজেকশন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে আজ রোববার সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল জব্বার জানান, আজ ভোরে ভারত থেকে বাংলাদেশে ওষুধ পাচার হচ্ছে- এমন একটি সংবাদ পান বিজিবির সদস্যরা। খবর পেয়ে তাঁরা সীমান্তের ফকিরপাড়া এলাকায় অবস্থান নেন। চোরাচালানিরা ওষুধ ও ইনজেকশন নিয়ে যাওয়ার পথে বিজিবির উপস্থিতি টের পেয়ে ওষুধের বেশকিছু প্যাকেট ফেলে পালিয়ে যায়।
প্যাকেটগুলোতে ১২ হাজার ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট সেনেগ্রা, ৮১টি গরু মোটা তাজাকরণের ওষুধ ডেক্সিন এবং ৬২৯টি নেশা জাতীয় ইনজেকশন লুপিজেসিক ছিল। জব্দ হওয়া এসব ওষুধের আনুমানিক দাম ৩৫ লাখ টাকার বেশি বলে জানান কোম্পানি কমান্ডার।
তবে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও জানান এই বিবিজি কর্মকর্তা।