সেই বখাটের শাস্তির দাবিতে হবিগঞ্জে মানববন্ধন
হবিগঞ্জে স্কুলছাত্রী নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সেই বখাটে রুহুল আমিনের (১৫) শাস্তির দাবিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
আজ রোববার দুপুরে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধনে সরকারি মহিলা কলেজ, বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজমুল হোসেন, হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল লেইছ, বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা শামীম আক্তার চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা ছাত্রী নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এর আগে গত শনিবার বখাটে রুহুল আমিনকে হবিগঞ্জ সদর থানা পুলিশ প্রথমে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানার আদালতে হাজির করে। তিনি ছেলেটির বিষয়ে সিদ্ধান্ত দিতে হবিগঞ্জ শিশু আদালতে পাঠান। বিকেলে ছেলেটিকে শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাব উল্লাহর আদালতে নিয়ে যায় পুলিশ। ছুটির দিনে বিচারক আতাব উল্লাহ আদালতে উপস্থিত হয়ে পুলিশের বক্তব্য শুনে শিশুবয়সী ছেলেটিকে গাজীপুরের টঙ্গীতে সরকারি কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।
হবিগঞ্জ শহরের রাস্তায় প্রকাশ্যে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে মারপিট করে রুহুল আমিন। ওই মারপিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। গত শুক্রবার দুপুর ১টায় হবিগঞ্জ শহরতলির রিচি গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্যসহ মুরুব্বিরা রুহুল আমিনকে ধরে সদর মডেল থানায় নিয়ে যায়। পুলিশ রুহুলকে গ্রেপ্তার করে। এর আগে তার বিরুদ্ধে স্কুলছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন।