দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। নিহতরা হলেন জামাল হোসেন ও সাদি। তাঁদের দুজনের বয়সই ত্রিশের কোঠায়।
রোববার রাত সাড়ে ৭টার দিকে বীরগঞ্জের ২৫ মাইল মোড়ে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে নিহত জামাল ও সাদি পঞ্চগড় থেকে দিনাজপুর যাচ্ছিলেন। ২৫ মাইল মোড়ে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি বাস তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহত জামাল পঞ্চগড় শহরের মইনুল হোসেনের ছেলে আর সাদি একই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।