শিক্ষার্থীদের সংবর্ধনা স্থলে ছাত্রলীগের শোকসভা, ১৪৪ ধারা
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা স্থলে ছাত্রলীগ শোকসভা আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার ভাট্টা ইউনিয়নের দল্টা উচ্চ বিদ্যালয়ে এলাকায় এ ১৪৪ ধারা জারি করা হয়। বিষয়টি জানিয়ে ওই এলাকায় মাইকিং করা হয়েছে।
রামগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রকিবুল হক ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া এনটিভি অনলাইনকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
দল্টা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তছলিম মিয়া এনটিভি অনলাইনকে বলেন, প্রায় এক মাস আগে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনার সিদ্ধান্ত নেওয়া হয়।
হঠাৎ করে গতকাল রোববার সন্ধ্যায় একই স্থানে ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা শোকসভার কথা বলে অনুষ্ঠান বন্ধ রাখার কথা বলেন। রাতে সংবর্ধনা উপলক্ষে তৈরি করা একটি গেট ভাঙচুর করা হয়। পরে উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে বলে জানান প্রধান শিক্ষক।
ভাট্টা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক পলাশ জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ জামায়াত-শিবির ও বিএনপির চিহ্নিত নেতা-কর্মীদের নিয়ে সংবর্ধনা নামে গোপন আলোচনার আয়োজন করে। বিষয়টি প্রশাসনকে জানালে ১৪৪ ধারা জারি করে।
গেট ভাঙচুরের বিষয়টি সঠিক নয় বলেও দাবি করেন ছাত্রলীগ নেতারা।