কমলনগরে নদী থেকে নারীর লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার সাহেবের হাট এলাকায় মেঘনা থেকে লাশটি উদ্ধার করা হয়। আনুমানিক ২৮ বছর বয়সী ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
উপজেলার হাজীরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খান জানান, স্থানীয় জেলেরা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।