হাকিমপুরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড়চড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোরে উপজেলার বড়চড়া রেললাইনের কাছে একটি ধানক্ষেতে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওই যুবক ফুলপ্যান্ট ও টি-শার্ট পরা ছিলেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, লাশের নাক- মুখে রক্ত লাগানো ছিল। শরীরের বেশ কয়েকটি স্থানে আঘাতের চিহ্নসহ তাঁর বাঁ পাটি ভাঙা ছিল। তাঁর নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি। দুপুর সাড়ে ১২টার দিকে ময়নাতদন্তের জন্য লাশটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।