উত্ত্যক্ত করার বিচার দেওয়ায় ছাত্রলীগ নেতার পিটুনি!
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় উত্ত্যক্ত করার বিচার দেওয়ায় ওই স্কুলছাত্রীর বড় ভাইকে বেধরক পিটিয়েছেন ছাত্রলীগের এক নেতা ও তাঁর ভাই। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজের কাছে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম মোকাদ্দেছ আলী। তিনি বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আর উত্ত্যক্তের শিকার মেয়েটি ওই স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে।
স্কুলছাত্রীর আহত বড় ভাইয়ের নাম জহুরুল ইসলাম। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত জহুরুল বলেন, ‘এক বছর ধরে বোয়ালদাড় গ্রামের ছেলে ও বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেছ আমার বোনকে ওই প্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে প্রায় সময় উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি বোনের কাছে শোনার পর কয়েকদিন আগে মোকাদ্দেছের পরিবারকে জানাই। এতে ক্ষিপ্ত হয়ে মোকাদ্দেছ ও তাঁর ভাই বাবর আলী আমাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।’
এলাকাবাসী ও ছাত্রীর পরিবার জানায়, আজ বেলা ১১টার দিকে জহুরুল বিরামপুর শহরে যাওয়ার উদ্দেশে উপজেলার পাইকপাড়া নিজ বাড়ি থেকে বের হন। এ সময় তিনি বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজের কাছে পৌঁছালে ছাত্রলীগ নেতা মোকাদ্দেছ আলী ও তাঁর ভাই বাবর আলী জহুরুলের পথরোধ করে গালাগাল করতে থাকেন। একপর্যায়ে জহুরুল প্রতিবাদ করলে তাঁরা উত্তেজিত হয়ে চড়াও হন। কিল-ঘুষি ও লাঠি দিয়ে জহুরুলকে আঘাত করতে থাকেন। এ সময় জহুরুলের মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে মাটিতে পড়ে যান। তখন লোকজন এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত মোকাদ্দেছ আলীকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, লোকমুখে এমন খবর জেনেছি। তবে বিকেল ৪টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।