চা বাগানে সাঁওতাল কলেজছাত্রীর লাশ, ‘প্রেমিক’ গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চা বাগান থেকে কলেজপড়ুয়া এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সুরমা চা বাগান তেলানিয়াছড়া থেকে মনিলা সাঁওতাল (১৮) নামের ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।
চা বাগানের মাহঝিল ডিভিশনের চা শ্রমিক সুরেশ সাঁওতালের মেয়ে মনিলা মাধবপুর কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী।
সুরমা চা বাগানের লস্করপুর ভ্যালির সভাপতি রবীন্দ্র গৌড় জানান, গত ১৩ জুলাই থেকে মনিলা নিখোঁজ ছিল। তার সঙ্গে একই গ্রামের অনিল সাঁওতালের প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করেন তিনি।
অনিল হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনিও চা শ্রমিক পরিবারের সন্তান।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল শাহ গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাত ৮টার দিকে মনিলার লাশ উদ্ধার করা হয়। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রামবাসী অনিলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিল সাঁওতাল কলেজছাত্রী মনিলাকে হত্যার ঘটনা স্বীকার করেছে বলে দাবি করেন এএসআই সোহেল।