বড়শোভা চাকমা পাঁচদিনের রিমান্ডে
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ আটক বড়শোভা চাকমা ওরফে নান্টুকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার তাঁকে খাগড়াছড়ির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক সাইফুল আলম চৌধুরী পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
খাগড়াছড়ি আদালতের জিআরও মনির হোসেন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সোমবার উপজেলার কামুক্ষাছড়া এলাকার দুর্গম ছাতকছড়া এলাকায় যৌথবাহিনীর সঙ্গে ঘণ্টাব্যাপী গোলাগুলির পর বড়শোভা চাকমাকে আটক করা হয়। এ সময় পাঁচটি আগ্নেয়াস্ত্র, সাড়ে চারশ গুলি, ছয় সেট সেনাবাহিনীর মতো পোশাক, আটটি মোবাইল ফোনসেট, একটি ডিভিডি প্লেয়ার ও অন্যান্য সরাঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ ঘটনায় দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বাদী হয়ে অস্ত্র বিস্ফোরক আইনে মামলা করেন।
এদিকে বড়শোভা চাকমা নিজেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সদস্য দাবি করেছেন বলে জানিয়েছে যৌথবাহিনী।
কিন্তু সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা এ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছেন, তাদের সংগঠনে কোনো সশস্ত্র সদস্য বা কর্মী নেই। বড়শোভা চাকমাও সংগঠনের কেউ নন।