খাগড়াছড়িতে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন
খাগড়াছড়িতে দুইদিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ শুরু হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা, ভাইস চেয়ারম্যান রনিক ত্রিপুরা প্রমুখ।
এর আগে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। মেলায় মোট ১৪টি স্টল স্থান পায়। মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।