রংপুরে হানিফ বাসের চাপায় তিনজন নিহত
রংপুর মহানগরের হাজিরহাট এলাকায় হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রংপুরের কোতোয়ালি থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী হানিফ এন্টারপ্রাইজের একটি নাইটকোচ হাজিরহাট এসে একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনার শিকার নাইটকোচ ও ইজিবাইক রাস্তার ওপর থেকে সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।