শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন,৭০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি
হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন লেগে যন্ত্র (বোসিং ইনসুলিটর) ফেটে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের দুটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এ কারণে জাতীয় গ্রিডে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে।
শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক ধূর্জটি প্রসাদ সেন জানান, গতকাল বুধবার বিকেল ৪টার দিকে চালু থাকা ৮ ও ৯ নম্বর ইউনিটের ট্রান্সফরমারে বোসিং ইনসুলিটর ফেটে আগুন লেগে যায়। নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এ দুটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর ফলে এ উৎপাদনকেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে নয়টি ইউনিটের মধ্যে সাতটি ইউনিট আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। ওভার হোলিংয়ের মাধ্যমে ৮ ও ৯ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো। বন্ধ হয়ে পড়া দুটি ইউনিট কবে নাগাদ চালু হবে এ ব্যাপারে ব্যবস্থাপক নিশ্চিত করে কিছু বলতে পারেননি।