চাকায় অতিরিক্ত বাতাস দেওয়ায় ওয়ার্কশপ মালিক নিহত
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকের চাকায় প্রয়োজনের অতিরিক্ত বাতাস দেওয়ায় চাকার বিস্ফোরণে জালাল শেখ (৪২) নামের এক ওয়ার্কশপ মালিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তিতারকোনা পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, দুপুরের দিকে জালাল শেখ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বিক্রমপুর ভলকানাইজিং ওয়ার্কশপে একটি ট্রাকের চাকা খুলে তাতে বাতাস ভরছিলেন। প্রয়োজনের অতিরিক্ত বাতাস দেওয়ায় চাকাটি একপর্যায়ে ফেটে যায়। সে সময় চাকার রিং উড়ে এসে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই জালাল শেখের মৃত্যু হয়।
মূলত অসচেতনতার কারণেই ওই দুর্ঘটনাটি ঘটে বলে উল্লেখ করেন ওসি।