হবিগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে সিএনজি অটোমালিক-শ্রমিকদের ধর্মঘট
হবিগঞ্জ-সুজাতপুর আঞ্চলিক সড়ক সংস্কারের দাবিতে ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ধর্মঘট পালন করেছে সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের কারণে আজ শনিবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত ওই সড়ক দিয়ে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকে। এ সময় সিএনজিচালিত অটোরিকশার শ্রমিক ও মালিকরা রাস্তায় ব্যারিকেড দিয়ে মানববন্ধন করেন।
মানববন্ধন থেকে এসব পরিবহনের মালিক ও শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে এ সড়কটি সংস্কার না করায় পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে এ সড়কের বিভিন্ন স্থানে প্রভাবশালীদের দোকানপাট নির্মাণ, অবাধে গবাদি পশু চারণের ফলে সড়কটিতে দুর্ঘটনা বাড়ছে।
এমনকি স্থানীয় প্রভাবশালী করাতকল ব্যবসায়ীরা রাস্তার ওপর যেখানে সেখানে গাছ ফেলে রাখার কারণেও যানবাহনগুলো দুর্ঘটনার শিকার হয়। শ্রমিকরা এসবের প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন সময়ে লাঞ্ছিত ও নির্যাতিত হয়েছেন। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমে প্রতিকার চাইতে হচ্ছে বলে জানান মানববন্ধনে অংশ নেওয়া মালিক ও শ্রমিকরা।
এই মানববন্ধনের কারণে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।
পরে হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে রাস্তা সংস্কারের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।