রাজবাড়ীতে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
রাজবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এঁরা হচ্ছেন গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ার ওসমান কাজী এবং রাজবাড়ী পৌর এলাকার সজ্জনকান্দা গ্রামের পিয়াল।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা আলীপুর থেকে ওসমান কাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, ৫০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অন্যদিকে সদর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে গতকাল সোমবার রাতে একটি ওয়ান শ্যুটারগান ও দুটি গুলিসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী পিয়ালকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবির ওসি।
রাজবাড়ীর পুলিশ সুপর জিহাদুল কবির জানান, ওসমান কাজীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে। আর পিয়ালের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে।