ঘরে ঝুলছিল মায়ের লাশ, দুই সন্তানের ছিল গলা কাটা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর গ্রামের ঘরে দুই শিশু সন্তানের গলা কাটা ও মায়ের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার রাত ১০টার দিকে স্থানীয় লোকজন এই দৃশ্য দেখে পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, রাতে স্থানীয় লোকজন দেখতে পান ধর্মঘর গ্রামের মজিদ মিয়ার ঘরে তাঁর স্ত্রী হাদিছা বেগমের লাশ ঝুলছে। আর ঘরের ভেতরে তাঁর দুই শিশু সন্তান আড়াই বছর বয়সী মিম আক্তার ও সাত মাস বয়সী মোজাহিদ মিয়ার গলা কাটা লাশ পড়ে রয়েছে। এ দৃশ্য দেখে তারা মাধবপুর থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত বলা যাবে।