রংপুরে ২ বাসের সংঘর্ষে নিহত ৬
রংপুর নগরীর সিওবাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর ১২টার দিকে নগরীর বিজিবি সেক্টর ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ধাপ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া নিশ্চিত করেছেন।
এ দুর্ঘটনায় আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিওবাজারে রংপুর থেকে পঞ্চগড়গামী একটি বিআরটিসি বাসের সঙ্গে দিনাজপুর থেকে রংপুরের দিকে আসা একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজন মারা যান।
নিহতদের মধ্যে দুজন শিশু, তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। নিহতদের নাম- পরিচয় তাৎক্ষণিভাবে জানা যায়নি। এ ছাড়া আহতদের মধ্যে আরো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে, ঘটনার পরেই দুই বাসের চালক ও তাদের সহকারীরা পালিয়ে গেছে।