আটকের পর হাসপাতালে চিকিৎসা, লাশ মিলল নদীতে
হবিগঞ্জ সদর উপজেলায় জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া এক আসামির লাশ আজ শুক্রবার দুপুরে খোয়াই নদী থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, আটকের পর হাসপাতালে চিকিৎসাধীন ওই আসামি পালিয়ে যাওয়ার সময় নদীতে পড়ে মারা যেতে পারে।
স্থানীয় লোকজন জানায়, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার শরীফপুর গ্রামে বাড়ির জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মাসুক আলীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর দুপুরে তিনি মারা যান। এ ঘটনার পর ওই দিনই হবিগঞ্জ সদর থানা পুলিশ আহত অবস্থায় কামরুল হোসেন ও সালাম মিয়া নামে দুজনকে আটক করে। আটকের পর তাঁদের পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আজ শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন শহরের পাশে খোয়াই নদীতে এক বৃদ্ধের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণমোহন দেবনাথ নদী থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। লাশ উদ্ধারের পর পুলিশ নিশ্চিত হয় এটি সালাম মিয়ার মৃতদেহ।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, শরীফপুর গ্রামের ঘটনায় নিহত মাসুক আলীর পরিবার মামলা দিতে বিলম্ব করায় হাসপাতালে চিকিৎসাধীন সালাম মিয়াকে গ্রেপ্তার না করে পুলিশি পাহারায় রাখা হয়েছিল। বৃহস্পতিবার রাতে মামলা হলে সালাম মিয়া হাসপাতাল থেকে পালিয়ে যান। খোয়াই নদী পার হতে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।