হিলি সীমান্তে তিনজন গ্রেপ্তার, মাদক উদ্ধারের দাবি
দিনাজপুরের হিলি সীমান্তে তিনজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ শনিবার এক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিণা গ্রামের মনোয়ারুল ইসলাম (২৫), জাটিহার গ্রামের আনারুল ইসলাম (৩০) ও হাকিমপুর উপজেলার ষষ্ঠিপাড়ার মনিরুল ইসলাম (১৯)।
বিজিবির দাবি, ওই তিনজনের কাছ থেকে ফেনসিডিল ও গাজা উদ্ধার করা হয়।
বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আতাহার আলী জানান, ভোরে একদল চোরাচালানি ভারত থেকে দেশে মাদক পাচার করছে—এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের নওপাড়া এলাকায় অভিযানে যান। এ সময় বিজিবি সদস্যরা ৬০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ তিন চোরাচালানিকে আটক করেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।