দুর্ঘটনা এড়ানো যেত, গাফিলতি থাকতে পারে : নৌমন্ত্রী
মানিকগঞ্জে পদ্মা নদীতে লঞ্চডুবির ঘটনা সম্পর্কে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘এ দুর্ঘটনা ইচ্ছা করলে এড়ানো যেত।’
আজ রোববার লঞ্চডুবির ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে নৌপরিবহনমন্ত্রী এনটিভি অনলাইনকে এ কথা বলেন। বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। চালক সতর্ক থাকলে মর্মান্তিক এ দুর্ঘটনা এড়ানো যেত।
মন্ত্রী বলেন, ‘এ ঘটনা তদন্তে আমরা তাৎক্ষণিকভাবে দুটি কমিটি গঠন করে দিয়েছি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এ দুর্ঘটনা ইচ্ছা করলে এড়ানো যেত। কেননা বিপরীত থেকে আসা একটি লঞ্চ ও কার্গোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ এত বড় একটি নদীতে হতে পারে না। এখানে চালকদের গাফিলতি বা অসতর্কতা থাকতে পারে। এ জন্যই আইনশৃঙ্খলা বাহিনী চারজনকে আটক করেছে।’
তদন্ত কমিটিকে খুব দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, রিপোর্টের সুপারিশ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে আপাতত এক লাখ পাঁচ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থা আর্থিক সহায়তা দেবে বলে জানান মন্ত্রী।
বিভিন্ন সময়ে এ ধরনের দুর্ঘটনায় তদন্ত কমিটি রিপোর্ট দিলেও তা প্রকাশ করা হয় না বা সুপারিশ বাস্তবায়ন করা হয় না। এবারের কমিটির সুপারিশ বাস্তবায়িত হবে কি না, এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ীদের ছেড়ে দেওয়া যায় না। আমরা দায়ীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব।’