মাঠে নামলেন নিজাম হাজারী
আনুষ্ঠানিকভাবে নির্বাচনের মাঠে নেমে পড়লেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। আজ রোববার বিকেলে তিনি জেলা শহরের ট্রাংক রোড, তাকিয়া রোড, বড় বাজারসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজাম হাজারী বলেন, আগামী সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনই জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার কাজ করা হচ্ছে। নেত্রী যাকে মনোনয়ন দেবেন, তাঁর জন্য কাজ করা হবে।
আজ রোববার বিকেলে ফেনী পৌর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় বক্তব্য দেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। ছবি : এনটিভি
নিজাম হাজারী আরো বলেন, অতীতে কোনো সরকারের আমলে ফেনীতে এত উন্নয়ন হয়নি। বর্তমান সরকারের আমলে ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেশের প্রথম ছয় লেন ফ্লাইওভার, ফতেপুরে চার লেন রেলওয়ে ওভারপাস নির্মাণ, ফেনী সদর হাসপাতালে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনসহ মুমূর্ষু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ-সিসিইউ স্থাপন করে রোগীদের সেবার মান বাড়ানোর কাজ শেষ হয়েছে। সোনাগাজীতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে চলছে।
আগামী নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় এলে ফেনীতে একটি মেডিকেল কলেজ ও শহরের গোডাউন কোয়ার্টারে রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হবে। এ দুই প্রকল্পের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে বলে জানান নিজাম হাজারী।
এই নির্বাচনী প্রচারণায় ফেনী পৌরসভার মেয়র হাজি আলাউদ্দিন, কাউন্সিলরসহ জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ড ও ১২টি ইউনিয়নে প্রচারণা চালাবেন বলে জানান নিজাম হাজারী।