মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দগ্ধ পাঁচজন ঢাকা মেডিকেলে ভর্তি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার আটিগাঁও গ্রামে যাত্রীবাহী টমটম খাদে পড়ে পাঁচজন যাত্রী দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ রোববার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন টমটম চালক রমজান মোল্লা (৩২), মো. আলম (১৭), তোফায়েল আহমেদ বাবু (১৬), সিরাজুল ইসলাম মোল্লা (৪৫) ও স্কুলছাত্র ফারহান উদয় (৮)।
টমটমের যাত্রী দগ্ধ উদয়ের বাবা ফরিদ খান জানান, টমটমের সব যাত্রী লৌহজং উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা।
মাওয়া এলাকায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে নওপাড়া গ্রামে ফেরার সময় আটিগাঁও এলাকায় যাত্রীভর্তি টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে পাঁচজন যাত্রী টমটমে থাকা গরম পানিতে দগ্ধ হয়। পরে দ্রুত দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
দগ্ধচালক রমজানের দাবি, মাওয়াগামী একটি বাসের চাপের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় টমটমটি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আলমের ২৫ শতাংশ, বাবুর ১৬ শতাংশ, রমজানের ৩০ শতাংশ ও শিশু উদয়ের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। সিরাজের পিঠ কিছুটা ঝলসে গেলেও তার হাতে ফ্যাকচার ধরা পড়েছে। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছে।