মাগুরায় ট্রাকচাপায় এসআই নিহত
মাগুরা সদর উপজেলায় ট্রাকচাপায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান (৫২) নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মাগুরার সহকারী পুলিশ সুপার (এএসপি) সুদর্শন রায় জানান, হাজীপুর পুলিশ ক্যাম্প থেকে পুলিশ সুপারের কার্যালয়ে আসার পথে ইছাখাদা বাজার এলাকায় একটি ট্রাক এসআই মশিউরকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসার পথে তাঁর মৃত্যু হয়।
সুদর্শন রায় আরো জানান, নিহত মশিউর রহমান মাগুরা সদর উপজেলার হাজীপুর ক্যাম্প ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করতেন। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলার হাটগোপালপুর গ্রামে।