টাঙ্গাইলে মনোনয়নপ্রত্যাশী জাপা নেতাকে অব্যাহতি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মনোনয়নপ্রত্যাশী টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হককে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক পত্রে মোজাম্মেল হককে অব্যাহতি দেওয়া হয়।
এতে জানানো হয়, ‘গত ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ চলাকালে কিছু উচ্ছৃঙ্খল কর্মী সমাবেশস্থলে অন্য কর্মীদের ওপর হামলা ও মারধর করে মহাসমাবেশ পণ্ড করার পরিবেশ সৃষ্টি করে। এ ঘটনার ছবি ও ফুটেজ প্রত্যক্ষ করে এবং বিভিন্ন সংবাদমাধ্যমে মোজাম্মেল হককে দেখা যায়, যাতে জাতীয় পার্টির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়।’
এ কারণে মোজাম্মেলকে আগামী ২৯ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে পত্রে। লিখিত জবাবের পর সিদ্ধান্ত গ্রহণ না জানানো পর্যন্ত দলীয় কর্মকাণ্ড থেকে তাঁকে বিরত থাকতে বলা হয়।
মোজাম্মেল হক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি প্রচার চালাচ্ছিলেন। সম্প্রতি জেলা কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।