ফরিদপুরে ট্রেনের ধাক্কায় চিকিৎসক আহত
ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী এক চিকিৎসক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীগামী আন্তনগর ফরিদপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
আহত চিকিৎসকের নাম শফিক-উর-রহমান (৫২)। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা (ইএনটি) বিভাগের চিকিৎসক। তাঁকে শহরের আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে নিজস্ব প্রাইভেটকারে করে ডা. শফিক বাড়ি থেকে বাইরে বের হচ্ছিলেন। এ সময় চালক গাড়ি চালাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ডা. শফিকের গাড়ি ওই রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় গাড়ির পেছন দিকে ট্রেনের ধাক্কা লাগলে তা সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ডা. শফিকের বাঁ হাত ও বুকের পাঁজরের একটি হাড় ভেঙে গেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।