খাগড়াছড়িতে ৩৩ হাজার দুস্থের মধ্যে চাল বিতরণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়িতে গরিব ও দুস্থ অসহায় মানুষের মধ্যে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হচ্ছে।
জেলা প্রশাসকের ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির তিনটি পৌরসভাসহ আট উপজেলায় ৩৩৩ দশমিক ৪৩ টন খাদ্যশস্য দিয়ে ৩৩ হাজার ৩৪৩ জনকে সহায়তা দেওয়া হচ্ছে।
গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, রামগড় পৌরসভাসহ বিভিন্ন উপজেলায় দুস্থদের মধ্যে চাল বিতরণ করতে দেখা গেছে। প্রতিজন ভিজিএফ কার্ডধারীকে ১০ কেজি করে খাদ্যশস্য দেওয়া হয়েছে।
তবে বৈরী আবহাওয়া ও ঝড়-বৃষ্টির কারণে চাল বিতরণে বিতরণকারী ও গ্রহীতাদের নানা দুর্ভোগে পড়তে হয়।
জানা গেছে, খাগড়াছড়ি পৌরসভায় ৪৬ দশমিক ২১ টন দিয়ে চার হাজার ৬২১ জন, রামগড় পৌরসভায় ৩০ দশমিক ৮১ টন দিয়ে তিন হাজার ৮১ জন, মাটিরাঙ্গায় ১৫ দশমিক ৪০ টন দিয়ে এক হাজার ৫৪০ জন, রামগড় উপজেলায় ৩৫ দশমিক ৭০ টন দিয়ে তিন হাজার ৫৭০ জন, লক্ষ্মীছড়ি উপজেলায় ১৮ দশমিক ১৬ টন দিয়ে এক হাজার ৮১৬ জন, মানিকছড়ি উপজেলায় ৩১ দশমিক ২৯ টন দিয়ে তিন হাজার ১২৯ জন, মাটিরাঙ্গা উপজেলায় ৬০ দশমিক ৪৪ টন দিয়ে ছয় হাজার ৪৪ জন, মহালছড়ি উপজেলায় ১৬ দশমিক ৪৪ টন দিয়ে এক হাজার ৬৪৪ জন, পানছড়ি উপজেলায় ১৯ দশমিক ২৬ টন দিয়ে দুই হাজার ৯৭৬ জন, দীঘিনালা উপজেলায় ২৯ দশমিক ৭৬ টন দিয়ে দুই হাজার ৯৭৬ জন এবং খাগড়াছড়ি সদর উপজেলায় ২৯ দশমিক ৯৬ টন দিয়ে দিয়ে দুই হাজার ৯৯৬ জনকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।