পর্যটকদের জন্য প্রস্তুত খাগড়াছড়ি
ঈদুল আজহা উপলক্ষে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে নতুন সাজে সাজানো হয়েছে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন এলাকা, হোটেল, মোটেল ও কটেজগুলো। এ ছাড়া আকর্ষণীয় স্থানগুলোতে আসা-যাওয়ার জন্য পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ পাহাড় এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবন ও সংস্কৃতির কারণে পর্যটকের কাছে বেশ আকর্ষণীয় জেলা খাগড়াছড়ি। জেলার সদর উপজেলার হর্টিকালচার পার্ক, আলুটিলার প্রাকৃতিক গুহা, হেরিটেজ পার্ক, মাটিরাঙ্গার শতবর্ষী বটগাছ, রিছাং ঝর্ণা, মহালছড়ির মনারটেক লেক, দেবতার পুকুর, মানিকছড়ির বনলতা এগ্রো প্রাইভেট, পুরাতন রাজবাড়ী, পানছড়ির অরণ্য কুঠির, রামগড়ের কৃত্রিম লেক, চা বাগান, দীঘিনালার হাজাছড়া-তৈদুছড়া ঝর্ণাসহ রয়েছে শতাধিক মনোরম পর্যটন স্পট।
খাগড়াছড়ির হোটেল গাইরিংয়ের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত বিকাশ ত্রিপুরা বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে পর্যটককে আকর্ষণ করতে আমার মোটেলকে নতুন করে সাজিয়েছি। অতিথিদের জন্য রয়েছে বিশেষ ছাড়।’ ঈদের ছুটিতে তিনি খাগড়াছড়ি ভ্রমণ করতে পর্যটকদের অনুরোধ জানান।
খাগড়াছড়ি পর্যটন মোটেলের ব্যবস্থাপক বি এম ওমর ফারুক বলেন, ‘গত মাসে আমরা পর্যটক কম পেয়েছি। এ ঈদের মৌসুমে অধিকাংশ রুমই অগ্রিম বুকিং হয়ে গেছে।’ তিনি আশা করেন, বিগত মাসের ক্ষতিগুলো ঈদ মৌসুমে পূরণ হয়ে যাবে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন, ‘পর্যটকদের সার্বিক নিরাপত্তায় পোশাকধারীর পাশাপাশি পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সাদা পোশাকের পুলিশ সর্বদা প্রস্তুত আছে। কোনো পর্যটক পুলিশের সাহায্য চাইলে তাকে তা দেওয়া হবে।’