ফরিদপুরে প্রধান প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে যেখানে
শুক্রবার যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ফরিদপুরে পবিত্র ঈদুল আজহা পালনের প্রস্ততি নেওয়া হয়েছে।
ফরিদপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের কমলাপুর এলাকার চাঁদমারী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল হলে শহরের চকবাজার জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া শহরের পুলিশ লাইন ময়দানে সকাল ৭টা, শাহ ফরিদ দরগাহ মসজিদে সকাল সোয়া ৮টা, জেলখানা ময়দানে সকাল সাড়ে ৮টা, অম্বিকা ময়দানে সকাল সোয়া ৭টা, বিসমিল্লাহ শাহ দরগা মসজিদে সকাল ৮টা, শামসুল উলুম মাদ্রাসা ময়দানে সকাল সাড়ে সাতটা, সরকারি ইয়াছিন কলেজ মাঠে সকাল পৌনে ৮টা, আলীপুর কবরস্থান জামে মসজিদে সকাল সাড়ে ৭টা এবং জেলার সদরপুর উপজেলার আটরশি বিশ্বজাকের মঞ্জিলে সকাল ১০টা ও মধুখালী উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯টায় ঈদের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হবে।