ফরিদপুরে গাড়ির ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত
ফরিদপুরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতা নুরুল আহাদ ওরফে চয়ন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মামুন শেখ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদি রেলগেট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আহাদ রাজধানী ধানমণ্ডির নিউ মডেল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পারচর গ্রামের আনোয়ার প্রামাণিকের ছেলে। আহত মামুন শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার বেলাল হুসাইন এনটিভি অনলাইনকে জানান, নুরুল আহাদ ঢাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ধুলদি রেলগেট এলাকায় পৌঁছালে একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি রাস্তার ওপরে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান নুরুল আহাদ। দুর্ঘটনায় একই মোটরসাইকেলের আরোহী ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মামুন শেখ গুরুতর আহত হন। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শামসুল হক মোল্লা এনটিভি অনলাইনকে জানান, শুক্রবার পারচর উচ্চ বিদ্যালয়ে জানাজা শেষে সকাল ১০টার দিকে নুরুল আহাদকে ফরিদপুর শহরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে ছাত্রলীগ নেতা চয়নের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তাঁর সহকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শেখ ফয়সাল আজ তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘চয়ন, তোমার জন্য আজ ছাত্রলীগের লাখো নেতা কর্মীর হৃদয় রক্তে ভেজা। তুমি রবে নীরবে, মোদের হৃদয়-মন্দিরে.....’