উচ্চ স্বরে গান বাজানো নিয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষ
দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত এলাকায় উচ্চ স্বরে গান বাজানো নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে গোবিন্দপুর গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ডুংডংগী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
গোবিন্দপুর গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, বিজিবির রাইফেলের আঘাতে গ্রামের দুই বাসিন্দা গুরুতর আহত হন। তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ওই ঘটনায় আহত হয়েছেন গোবিন্দপুর গ্রামের জাকির হোসেন (১৮) ও মোহাম্মদ সানী।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত বলেন, ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
এ ব্যাপারে জানতে চাইলে দিনাজপুরে বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।