মিনায় পদদলন, আলফাডাঙ্গার দুই হাজি নিখোঁজ
সৌদি আরবের মিনায় পদদলিত হওয়ার ঘটনার পর থেকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দুই হাজি নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের নওশের আলম নিলু (৬৫) ও মেজবাহুর রহমান মোস্তফা (৭০)।
গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খান সাইফুল ইসলাম পারিবারিক সূত্রের বরাত দিয়ে আজ রোববার সন্ধ্যায় জানান, গত ২৪ সেপ্টেম্বর থেকে নিলু ও মোস্তফা নিখোঁজ রয়েছেন। তাঁদের কোনো খোঁজ না পেয়ে ওই দুই পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।