বিচার চাওয়ায় একজনকে কুপিয়ে হত্যা, আহত ৫
রাজবাড়ীর কালুখালী উপজেলায় মেহেদি গাছের ডাল কাটার ঘটনায় বিচার চাওয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একজনকে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় দুই নারীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার রাতে কালুখালীর মৃগী ইউনিয়নের দেওলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। নিহত ব্যক্তির নাম আবদুল জব্বার (৪৭)। তিনি দেওলিয়া গ্রামের সাকেন মোল্লার ছেলে। আহতদের রাজবাড়ী, পাংশা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জব্বারের ভাই আজাদ মোল্লা জানান, গত শনিবার প্রতিবেশী জলিল মোল্লার মেহেদি গাছ থেকে আরেক প্রতিবেশী খোরশেদ মোল্লার নাতি হৃদয় বেশ কিছু ডাল কাটে। এ ঘটনায় হৃদয়ের নানা খোরশেদ মোল্লা ও তাঁর ভাই শহর আলীর কাছে বিচার চান জলিল মোল্লা। তাঁরা বিচার না করে উল্টো ক্ষিপ্ত হয়ে রোববার রাত ১১টার দিকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জলিল মোল্লার বাড়িতে হামলা চালায়। পরে খোরশেদ মোল্লার লোকজন তাঁর ভাই আবদুল জব্বারের ঘাড়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর ভাইয়ের মৃত্যু হয়। আহত হন হামিদা বেগম (৭০), আশা খাতুন (২৮), মুশা মোল্লা (৪৮), হাবিব মোল্লা (২২) ও জলিল মোল্লা (৪৫)।
রাজবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে খোরশেদ মোল্লা, আরজু মোল্লা, এরশাদ বিশ্বাস ও রোজিনা বেগম নামের চারজনকে আটক করা হয়েছে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ফকির জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।