ফারুক হত্যা মামলায় আদালতে এমপি রানা, তিনজনের সাক্ষ্যগ্রহণ
টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি সাংসদ আমানুর রহমান খান রানাকে আদালতে হাজির করা হয়েছে। এ সময় তাঁর উপস্থিতিতে তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাশিমপুর কারাগার থেকে টাঙ্গাইল বিচারিক আদালতে হাজির করা হয় রানাকে। পরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদা খানম মামলার বিচারিক কার্যক্রম শুরু করেন।
পরে রাষ্ট্রপক্ষ মামলার সাক্ষী খালেকুজ্জামান, সুরুজ্জামান ও মির্জা রানার সাক্ষ্য নেন। এরপর বিবাদী পক্ষের আইনজীবীরা দুপুর সোয়া ১২টার দিকে ওই তিন সাক্ষীর জেরা সমাপ্ত করেন।
আগামী ৩১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত এ মামলায় ১১ জনের সাক্ষ্য নেওয়া হলো। চলতি বছরের ১১ ফেব্র“য়ারি মামলার বাদী ফারুকের স্ত্রী নাহার আহমেদের সাক্ষ্য নেওয়ার মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হয়।
২০১৩ সালের ১৮ জানুয়ারি শহরের কলেজপাড়ায় নিজ বাসার কাছ থেকে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনার তিনদিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
পরে গোয়েন্দা পুলিশের তদন্তে ২০১৪ সালের আগস্ট মাসে ফারুক হত্যকাণ্ডে সংশ্লিষ্টতায় সাংসদ রানা ও তাঁর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খানের নাম উঠে আসে। এর বাইরে এ মামলার আরো ১১ জন আসামি রয়েছে।