হিলিতে ফেনসিডিলসহ কিশোর আটক
ফেনসিডিল ও মদসহ এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের ফুটবল খেলার মাঠ এলাকা থেকে চার বোতল ফেনসিডিল, এক বোতল মদসহ তাকে আটক করা হয়।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার আবদুল জব্বার জানান, ওই কিশোর ভারত থেকে সীমান্তের ফুটবল খেলার মাঠ দিয়ে ফেনসিডিল ও মদ নিয়ে দেশে প্রবেশ করে। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।