ছোট মনিরকে নিয়ে বড় মনিরের সংবাদ সম্মেলন
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির সম্পর্কে একটি অনলাইন পত্রিকা ও বেসরকারি টেলিভিশনে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। এমন অভিযোগ নিয়ে আজ শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়।
এতে লিখিত বক্তব্যে তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই টাঙ্গাইল শহর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বলেন, ‘গত ২২ নভেম্বর আমাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবসা, চোরাচালান ও হত্যাসহ বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে একটি অনলাইন ও টিভি চ্যানেলে সংবাদ প্রকাশ করা হয়। এর রেশ ধরে ওই চ্যানেলের টকশোতেও আলোচনা করা হয়।’
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘২০১৬ সালের ২৭ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মান থেকে আসা মো. মনির বিন আলী ও আনিছুল ইসলাম তালুকদার নামের দুই জার্মান প্রবাসী খেলনা পিস্তলসহ গ্রেপ্তার হন। এ ব্যাপারে কাস্টম কর্মকর্তা বাদী হয়ে বিমানবন্দর থানায় ওই দুজনকে আসামি করে মামলা করেন। গ্রেপ্তারকৃতদের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। বিমানবন্দরে ওই দুজন গ্রেপ্তারের পর একটি মহল আমাদের দুই ভাইয়ের নামে অপপ্রচারে নামে। আমরা যেহেতু জার্মানিতে থাকতাম আর গ্রেপ্তারকৃতরাও জার্মানপ্রবাসী। এ ছাড়া গ্রেপ্তারকৃত একজনের নাম মনির। এই নামের মিলকে পুঁজি করে একটি মহল মিথ্যা, ভিত্তিহীন খবর পরিবেশনের মাধ্যমে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে।’
গোলাম কিবরিয়া বড় মনির বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসনে আমার ছোটভাই তানভীর হাসান মনোনয়ন পেতে যাচ্ছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি বিশেষ মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।’
সংবাদ সম্মেলনে টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক জামিলুর রহমান মিরন বলেন, ‘বেসরকারি ওই টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালকের শ্যালক ভূঞাপুর-গোপালপুর আসনে প্রার্থী হয়েছেন। সে কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়া, ফেডারেশনের যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর আমিনুর রহমান আমীন, বাস কোচ মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনু আনাহলী, জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম তুষারসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।