স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন লতিফ সিদ্দিকী
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুল লতিফ সিদ্দিকী।
গতকাল রোববার কালিহাতীতে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন লতিফ সিদ্দিকী।
লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি জনগণের নেতা। আমাকে জনগণ চায়। তাদের সেবার জন্যই আমি তাদের পাশে রয়েছি এবং থাকব। আমাকে আমার ভাই কাদের সিদ্দিকী বলেছিল, ভাই লতিফ সিদ্দিকী আপনি আমাদের ঐক্যফ্রন্টে আসুন। আর যদি না আসেন তবে আপনার বিরুদ্ধে আমরা ঐক্যফ্রন্টের প্রার্থী দেব। আমি সেই ঐক্যফ্রন্টের প্রার্থীর বিরুদ্ধেই নির্বাচন করতে, কালিহাতীর মানুষের পাশে থাকতে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’
লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো দিন কথা বলিনি। আমি যখন পদত্যাগ করি তখনো বলেছিলাম, আমি একজন মুসলিম, আমি একজন আওয়ামী লীগার। আমি কালিহাতীর মানুষের মেসেজ পেলে আগামী ২৮ নভেম্বর প্রার্থী (স্বতন্ত্র) হিসেবে মনোনয়নপত্র পেশ করব।’
২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর ধর্মীয় বিষয় নিয়ে কটূক্তি করেন লতিফ সিদ্দিকী। ওই ঘটনায় সারা দেশে তাঁর বিরুদ্ধে মামলা হয়। পরে তিনি সংসদ সদস্য পদ থেকে ছেড়ে দেন। আওয়ামী লীগের সব পদ থেকেও তাঁকে বহিষ্কার করা হয়।