মধুপুরে বিস্ফোরক ধ্বংসের জন্য চলাচলে সতর্কতা জারি
টাঙ্গাইলের মধুপুর উপজেলার রসুলপুরে বিমানবাহিনীর ডেমোলিশন রেঞ্জে আগামী এক মাস অকেজো বিস্ফোরকদ্রব্য ধ্বংস করা হবে। এ সময় ওই এলাকায় জনসাধারণ ও যানবাহন চলাচল পরিহারের অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ মঙ্গলবার আইএসপিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা যায়।
আইএসপিআর জানিয়েছে, আগামী ৩০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর-২০১৮ পর্যন্ত বিমানবাহিনীর রসুলপুর ডেমোলিশন রেঞ্জে অকেজো বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করা হবে। এ কার্যক্রম প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (শুক্রবার ব্যতীত) চলবে। অকেজো বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংসকরণ কার্যক্রম চলার সময়ে তিন কিলোমিটার এলাকার মধ্যে যানবাহন ও সাধারণ জনগণের চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা হলো।