শিরীন আখতারের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে অবরোধ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী শিরীন আখতারের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার দুপুরে ফেনী-পরশুরাম সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাঁরা রাস্তায় আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখেন।
পরশুরাম ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এ সড়ক অবরোধ করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর মনোনয়ন প্রত্যাহার করে ফেনী-১ আসনে প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ফেনী-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন। তিনি আওয়ামী লীগের অন্য মনোনয়নপ্রত্যাশীদের ম্যানেজ করে ফেনী-১ আসনে দলের একক মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
অবরোধ চলাকালে বক্তব্য দেন পরশুরাম পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, মির্জানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টু, চিথলিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, বক্সমাহমুদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ও যুবলীগ সভাপতি মো ইয়াছিন শরীফ মজুমদার।