ফেনীতে বাসকে ট্রেনের ধাক্কা, নিহত ৫
ফেনী সদরে ট্রেনের ধাক্কায় বাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
আজ বুধবার সন্ধ্যায় শর্শদীতে একটি লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, মনসুর আহম্মদ (২৮), বাসের চালক মনির হোসেন (৪০), আবুল বাশার (৪৫), নিজাম উদ্দিন (৩৫)। আট বছর বয়সী শিশুটির নাম জানা যায়নি।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর অদরে শর্শদী রেলস্টেশনের রেলগেটে ময়মনসিংহগামী ট্রেন একটি বাসকে ধাক্কা দেয়। বাসটি কৈখালী থেকে ফেনী যাচ্ছিল।
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা হতাহতদের দ্রুত ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। ফেনী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, স্থানীয় বাসিন্দারা জানিয়েছে রেলগেটে কোনো গেট ও গেটম্যান না থাকায় বাসটি লাইনের ওপর ওঠা মাত্র ট্রেনের ধাক্কায় বাসটি ছিন্ন ভিন্ন হয়ে যায়। হতাহতরা সবাই বাসযাত্রী।
ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য ৫০ হাজার টাকা করে আট লাখ টাকা নগদ অনুদান প্রদান করেন।
রেলগেট এলাকার আবদুল কুদ্দুছ জানান, রেলগেটে কোনো ‘গেটম্যান’ থাকে না, প্রায়ই গাড়ি রেললাইনের ওপর উঠে গেলে ট্রেন আসার শব্দ পেলে মানুষ চিৎকার দিয়ে গাড়ির চালককে সচেতন করে।