ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ফেনী-১ আসনে দাখিল করা মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, সকাল থেকে জেলায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। প্রথম অধিবেশনে ফেনী-১ আসনের আবেদনগুলো যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়। খালেদা জিয়ার মনোনয়নপত্রটি ছিল ১৪তম।
সাবেক প্রধানমন্ত্রীর মনোনয়নপত্রটিতে সব কাগজপত্র সঠিক পাওয়া যায়। তখন রিটার্নিং কর্মকর্তা সেখানে উপস্থিত বিভিন্ন সংস্থার কাছে এই মনোনয়নপত্রের ব্যাপারে কোনো আপত্তি আছে কি না জানতে চান।
তখন পুলিশের পক্ষ থেকে ডিএসবি (ডিআইওয়ান) পরিদর্শক শহীনুজ্জামান বলেন, খালেদা জিয়া দুটি মামলায় সাজাপ্রাপ্ত। এর মধ্যে একটি মামলায় সাত এবং অন্য একটিতে ১০ বছর সাজাপ্রাপ্ত তিনি। এ ব্যাপারে কাগজপত্র রয়েছে।
পরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বলেন, ‘খালেদা জিয়ার মনোনয়নপত্রটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৭২-এর ১৪ ধারার বিধান মতে বাতিল করা হলো।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আসনগুলো হচ্ছে বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১। প্রত্যেক আসনেই তাঁর বিকল্প হিসেবে দলের তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলের চেয়ারপারসনের জন্য প্রত্যেক নির্বাচনে এই তিনটি আসন বরাদ্দ রাখা হয়।
এবার খালেদা জিয়া কারাগারে থাকায় তাঁর নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই বিকল্প হিসেবে তিনটি আসনে বিকল্প প্রার্থী রাখা হয়েছে।
এর মধ্যে ফেনী-১ আসনে বিকল্প হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর মনোনয়নপত্র গৃহীত হয়েছে। ফলে এখানে বিএনপির প্রার্থী হিসেবে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন।
অপরদিকে এখানে আওয়ামী লীগ দলীয় কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি। এখানে মহাজোটের প্রার্থী হিসেবে জাসদের (ইনু) একাংশের সাধারণ সম্পাদক শিরিন আকতার মনোনয়ন পেয়েছেন। যদিও এই আসনে দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের দুই নেতা সতন্ত্রভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন খায়রুল বাশার মজুমদার তপন ও শেখ আব্দুল্লাহ। তাদের মনোনয়নপত্রও গৃহীত হয়েছে।
এ ছাড়া বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার বিকল্প হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আর বগুড়া-৭ আসনে জেলার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন খালেদা জিয়ার বিকল্প হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।