ফেনীতে ৩৪ প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়ন বাতিল
ফেনীর তিনটি আসনে ৩৪ জন প্রার্থীর মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সাতজনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।
আজ রোববার ফেনী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে তিন পর্বে তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। ফেনী-১ আসনে ১৪ টি মনোনয়ন পত্র জমা হয়। যাচাই-বাছাই পর্বে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুটি মামলায় ৭ ও ১০ বছর সাজা থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়।
বিএনপির দলীয় মনোনয়নের কাগজ না থাকায় নুর আহম্মদ মজুমদার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত কাগজে ত্রুটি থাকায় মিজানুর রহমান ও আবুল বাশার চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ওই আসনে ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। যার মধ্যে আছেন মুন্সী রফিকুল আলম মজনু। বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। রফিকুল ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সভাপতি।
ফেনী-২ আসনে আওয়ামী লীগ, বিএনপিসহ ৬ জনের মনোনয়নপত্র জমা হয়েছিল। সবার মনোনয়নপত্র বৈধ হয়েছে।
ফেনী-৩ আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে তিনটি মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বিএনপির প্রার্থী ছিলেন দলটির সাবেক দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি। সোনালী ব্যাংকের ঋণখেলাপি হওয়ার কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসাবে এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত কাগজে ত্রুটি থাকায় হাসান আহম্মদ ও আনোয়ারুল কবির রিন্টু আনোয়ারের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে ১১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ওই আসনে বিএনপির বিকল্প প্রার্থী আকবর হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।