ফেনীতে বাস-অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত
ফেনীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
আজ সোমবার দুপুরে জেলার দাগনভূঞা-বসুরহাট সড়কের দুধমুখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও ফেনী সদর হাসপাতাল সূত্র জানায়, বসুরহাটগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হন তিনজন। তাঁদের ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো একজন।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবু তাহের জানান, আহত তিনজনকে হাসপাতালে আনার পর একজন মারা যান। বাকি দুজনের অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।