ফেনীর ৩ আসনে ৪ জনের মনোনয়ন প্রত্যাহার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনে চূড়ান্ত ভোটের লড়াইয়ে টিকে রইলেন ২৭ প্রার্থী।
জেলার তিন আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন গতকাল রোববার বিকেল ৫টা পর্যন্ত চারজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
তাঁরা হলেন ফেনী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভপতি খায়রুল বাশার তপন, ফেনী-২ আসনের বিএনপির মনোনীত দুই প্রার্থীর মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিস্টার, ফেনী-৩ আসনে বর্তমান সংসদ সদস্য (স্বতন্ত্র) স্বতন্ত্র প্রার্থী হাজি রহিম উল্লা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-রব) প্রার্থী শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
এর ফলে ফেনীর তিনটি আসনে মোট ২৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেলেন। আজ সোমবার সবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।