ফেনীতে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান
ফেনী সদর উপজেলায় বিএনপির তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
গতকাল রোববার বিকেলে উপজেলার লেমুয়া কসকা বাজারসংলগ্ন কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন ওই নেতাকর্মীরা।
বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও তাঁর মনোনীত প্রার্থীর জয়লাভ নিশ্চিত করতেই ওই নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেছেন বলে জানান।
যোগদানকারী নেতাদের মধ্যে ছিলেন—লেমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাফর উল্লাহ, জেলা যুবদলের সদস্য আবদুল্লাহ আল মামুন, নূর আহম্মদ মেম্বার, ইউনিয়ন যুবদলের সদস্য মহিউদ্দিন, বিএনপি নেতা আবু তাহের, জিয়া উদ্দিন, বেলাল হুজুর, জসিম উদ্দিন, সোহেল, আলী রাজ মনছুর, জিলানী ভূঁইয়া প্রমুখ।